খবর২৪ঘন্টা,স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৭৪ রানের বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা হেনরিখ ক্লাসেন ম্যাচ সেরার পুরস্কার পান।
পার্লে প্রথমে ব্যাট করা দ.আফ্রিকা নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করে। জবাবে ৪৬তম ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় অজিরা।
২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে স্টিভেন স্মিথ ছাড়া সফরকারীদের হয়ে সেভাবে আর কেউই দাঁড়াতে পারেনি। ৯৪ বলে ৭৬ রান করে অ্যানরিচ নর্তের বলে আউট হন স্মিথ। এছাড়া মার্নাস লাবুশানে ৪১ রান করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ ৩ উইকেট নেন। আর নর্তে ও তাবরাইজ শামসি দুটি করে উইকেট নেন।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকদের হয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন। শেষ পর্যন্ত তিনি ১১৪ বলে ১২৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা ছিল। এছাড়া ৭০ বলে ৬৪ করেন ডেভিড মিলার।
অজি বোলারদের মধ্যে প্যাট কামিন্স ৩টি ও মিচেল স্টার্ক ২ উইকেট পান। আগামী ৪ মার্চ ব্লোয়েমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
খবর২৪ঘন্টা/নই