খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: পায়ে অস্ত্রোপচারের পর ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ব্রাজিলীয় সুপারস্টার নেইমার। ক্র্যাচ ছাড়াই হাঁটতে শুরু করেছেন তিনি।
ফুটবল বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিপক্ষে পিএসজি’র হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন। ম্যাচে তার দল ৩-০ গোলে জয় পেলেও অস্ত্রোপাচারের সম্মুখীন হতে হয়েছে নেইমারকে। প্রথমিক ভাবে সেরে উঠার জন্য তিন মাস সময় ধরে দিয়েছেন চিকিৎসকরা।
পিএসজির কোচ উনাই এমেরির কথা মতে চলতি মৌসুমের শেষভাগ নাগাদ মাঠে ফিরতে পারবেন নেইমার। তবে ২৬ বছর বয়সী ব্রাজিলীয় সুপারস্টার বলেছেন, আগামী ১৭ মে তার ইনজুরির অবস্থা পরীক্ষা করার কথা রয়েছে। যার অর্থ হচ্ছে ওই তারিখের আগে তিনি অনুশীলনে ফিরছেন না।
চলতি মৌসুমে পিএসজি’র শেষ ম্যাচ আগামী ১৯ মে। ফলে চলতি মৌসুমে আর প্যারিসের ক্লাবটিতে হয়তো খেলা হচ্ছে না নেইমারের। যদিও নিজের ইনস্টাগ্রাম একাউন্টে দেয়া ভিডিও দেখে নেইমারের যথেষ্ট উন্নতি হয়েছে বলেই মনে হচ্ছে। কারো সহায়তা ছাড়াই তিনি হাঁটতে পারছেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্র্যাচ তোমাকে বিদায়, আর আসবে না।’
এই ইনজুরি অবশ্য নেইমারের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণে বাঁধা হতে পারছে না।
খবর২৪ঘণ্টা.কম/নজ