খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানালেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ডগ বলিংগারকে। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি।
ক্যারিয়ারটা খুব বেশি বড় ছিল না বলিংগারের। ১২ টেস্টে ৫০ উইকেটের মালিক সে। সীমিত ওভারে ৩৯ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ৬২টি। সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে সমান ৯ উইকেট।
অজিদের জার্সিতে বলিংগারকে সবশেষ দেখা গেছে সিডনিতে ২০১৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টেয়েন্টি ম্যাচে। এটিই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
প্রতিভাবান ফাস্ট বোলার প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৪টি ম্যাচ খেলেছেন। পেয়েছেন ৪১১ উইকেট। ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় (‘লিস্ট এ’ ক্রিকেট) ১৩৪ ম্যাচে ২০৩টি উইকেট লাভ করেন। আর টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১২৯ ম্যাচে উইকেট সংখ্যা ১৩৯।
খবর২৪ঘণ্টা.কম/নজ