1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ক্রসফায়ারের হুমকি দেয়ায় দুই এএসআই প্রত্যাহার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ জানয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

ক্রসফায়ারের হুমকি দেয়ায় দুই এএসআই প্রত্যাহার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: তিন যুবককে অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মির্জাপুর থানার এএসআই মো. মুশফিকুর রহমান ও কালিয়াকৈর থানার এএসআই আব্দুলাহ আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক।

ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে গাজীপুরের সূত্রাপুর এলাকায় গাড়িতে গ্যাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার সময় তাদের গাড়ির গতিরোধ করে গাড়ির ভেতর থেকে রায়হান, লাবিব ও নওশাদ নামের তিন যুবককে ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যায় অভিযুক্ত এএসআইরা। তারপর তাদের মির্জাপুর থানা এরিয়ায় এনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তাদের ক্রসফায়ারে দেয়ারও ভয় দেখানো হয়। অপহৃতদের বন্ধু মারফত সংবাদ পেয়ে মির্জাপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে মির্জাপুর থানায় ও পরবর্তীতে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেন।
এ ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার মির্জাপুর থানার এএসআই মো. মুশফিকুরকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার ও এএসআই মামুনকে সংশ্লিষ্ট পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

ওসি একেএম মিজানুল হক জানান, ঘটনাটি কালিয়াকৈর থানার। ওই থানার এএসআই মামুনের সাথে আমার থানার এএসআই মুশফিকুরের ব্যক্তিগত সম্পর্ক থাকায় সে এই ঘটনায় জড়িয়ে পরে। তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলেও জানান তিনি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST