খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি জয়ী হয়েছেন। বিশ্বকাপের মঞ্চে নিজের যোগ্যতা আর প্রতিভাবলে বিশ্বকাপ জয় করেছেন। এবার তিনি জয় করলেন ক্ষুদে ভক্তের হৃদয়।
তিনি যুবরাজ। ভারতের মুকুটহীন সম্রাট যুবরাজ সিং। ভারতের জাতীয় দলের এক সময়ের প্রাণভ্রমর এবারের আইপিএলে খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। দলটি তাদের এক টুইট বার্তায় ক্যান্সার আক্রান্ত রকির সাথে ভারতীয় এই অলরাউন্ডারের কয়েকটি আবেগঘন ছবি প্রকাশ করে।
সেখানে রকির দ্রুত আরোগ্য কামনা করে লিখেন, ‘ক্যান্সারে আক্রান্ত ১১ বছরের রকি আজ তার স্বপ্নের নায়কের সাথে সাক্ষাৎ করে এবং যুবি এই ইয়াং লড়াকুর সাথে বেশকিছু ভালো সময় পার করেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
পাঞ্জাবের এই টুইট বার্তার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে যুবরাজকে প্রশংসায় ভাসালেন তার ভক্তরা। অনেকেই তাকে সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং নায়ক হিসেবে অভিহিত করেন।
২০১১ সালে ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ে বোলিং, ফিল্ডিং আর ব্যাটিং এই তিন বিভাগেই যুবরাজ ছিলেন অনবদ্য। টুর্নামেন্ট সেরার পুরস্কার জয়ের পাশাপাশি পেলেন ভক্তদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। বিশ্বকাপের পরপরই তার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার। ক্যান্সারকে বাউন্ডারির ওপারে ফেলে ২০১২ সালের সেপ্টেম্বরে আবার তিনি ফিরে আসেন পরিচিত ২২ গজের পিচে৷
ক্যান্সার জয়ী যুবরাজের এবারের আইপিএলটা মোটেই ভালো যাচ্ছে না। সাত ম্যাচে ৬৪ রান তার নামের পাশে বড্ড বেমানান। ক্যান্সারকে যিনি জয় করে ক্রিকেটে ফিরেছেন, তিনি বাজে ফর্মকে দূরে ঠেলে ফর্মে ফিরবেন এমনটাই আশা তার ভক্তদের।
খবর২৪ঘণ্টা.কম/নজ