1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ক্যাটরিনার নতুন ‘শিলা কি জাওয়ানি’ দেখে ঠিক থাকবেন তো? - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

ক্যাটরিনার নতুন ‘শিলা কি জাওয়ানি’ দেখে ঠিক থাকবেন তো?

  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্কঠিক আট বছর আগেই ‘শিলা কি জাওয়ানি’তে মেতে উঠেছিল সিনেমহল৷ সেই সময় ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার তেমন চল না থাকলেও রীতিমত পপুলার হয়েছিল এই আইটেম নাম্বার৷

ক্যাটরিনার ফ্ল্যাট অ্যাবস দেখে দিওয়ানা হয়েছিল অসংখ্য মানুষ৷ তার ওপর নায়িকার বেলি ডান্স, গানের বিট, সব মিলিয়ে ‘শিলা কি জাওয়ানি’ তখন পার্টি অ্যান্থেম৷ ক্যাটরিনার নাচে উন্নতি দেখে অবাক হয়েছিলেন অনেকেই৷ ‘তিস মার খান’ ছবির এই গান তখন বেস্ট আইটেম সং৷ ছবিটা ফ্লপ করলেও এই আইটেম নাম্বারটি একেবারে ব্লকবাস্টার ছিল৷ মুভিটার কথা ভুলে গেলেও গানটা আজও মনে আছে সকলের৷

‘শিলা কি জাওয়ানি’তে ক্যাটরিনা বহুবার অ্যাওয়ার্ড শো এবং বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছেন ঠিকই৷ তবে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে এরম হট পারফরমেন্স আগে কেউ দেখেছেন কিনা সন্দেহ আছে৷ চেয়ারকে প্রপ বানিয়ে ক্যাটরিনা যেভাবে এই গানে নাচলেন তাতে অরিজিনাল ভারশনের থেকেও বেশি এই প্র্যাক্টিসের ভিডিও ভাইরাল হয়ে চলেছে৷ নায়িকার নাচের এই ভিডিওটিতে মাত্র ৪ ঘন্টায় ৮ মিলিয়নের ভিউজ আসে৷ সেই ভিউজের সংখ্যা থেমে কিন্তু যায়নি৷ বরং চরচর করে বেড়ে চলেছে৷

প্র্যাক্টিসেও পার্ফেক্ট স্টেপে নেচে ক্যাটরিনা আবারও প্রমাণ করে দিলেন যে তিনি বলিউডে সবথেকে ভালো ডান্সারদের মধ্যে একজন৷ রেমো ডিসিউজা ক্যাটরিনাকে নিজের ডান্স ফিল্মে কেন সাইন করিয়েছেন তা ভালই বোঝা যাচ্ছে৷ অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, “শিলা রিলোডেড”৷ রিলোডেড বলেই একেবারে জ্যাজি স্টাইলে ধরা দিলেন ‘শিলা’৷

‘দাবাং টুর’ এ ক্যাটরিনার স্পেশাল পার্ফমেন্সে তিনি ‘শিলা কি জাওয়ানি’তেই নাচবেন৷ তাছাড়াও অন্যান্য গানেও পারফর্ম করবেন৷ সলমনও তাঁর সঙ্গে নাচবেন৷ ক্যাটরিনা এবং সলমন ছাড়াও এই শোয়ে থাকবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফারন্যানডিস,ডেইজি শাহ, মনিশ পল, গুরু রানধাওয়া এবং প্রভু দেবা৷

সূত্রে খবর, “রিহার্সল এখনও জোর কদমে চলছে৷ ক্যাটরিনার একটি এরিয়াল অ্যাক্ট থাকবে, যা দর্শকরা ভারতীয় তারকাদের হয়তো খুব কমই করতে দেখেছেন৷ অন্যদিকে জ্যাকলিনও পোল ডান্স করবেন৷ ‘স্যোয়াগ সে সোওয়াগত’ এ ক্যারিনার সঙ্গে সলমন নাচবেন৷ এবং জ্যাকলিনের সঙ্গে ‘হিরিয়ে’ গানে নাচবেন৷”

দিন কতক আগেই শোনা গিয়েছিল, এই টুরে সলমনের পর সবথেকে বেশি পারিশ্রমিক পাবেন ক্যাটরিনা কাইফ৷ যেখানে সোনাক্ষী এবং জ্যাকলিন ৭-৮ কোটি টাকা পাবেন, সেখানে ক্যাটরিনা ১২ কোটি টাকা পাবেন৷

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST