1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘কোহলির সমান হতে পাকিস্তান অধিনায়কের আরও ৫ বছর লাগবে’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৪ জানয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

‘কোহলির সমান হতে পাকিস্তান অধিনায়কের আরও ৫ বছর লাগবে’

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি নাকি বাবর আজম- তিন ফরম্যাট মিলে বর্তমান সময়ে সেরা ব্যাটসম্যানের প্রশ্ন এ দুজনকে ঘিরে চলছে নানান আলোচনা। কেউ এগিয়ে রাখেন কোহলিকে, কেউ আবার বাজি ধরতে চান বাবরের পক্ষেই। তবে পাকিস্তানের নবনিযুক্ত ব্যাটিং কোচ ইউনিস খান মনে করেন দুজনের মধ্যে তুলনাই হওয়া উচিৎ নয়।

আসলেই তো তাই! কোহলি যেখানে আন্তর্জাতিক যেখানে ক্রিকেট খেলছেন ১৩ বছর ধরে, সেখানে পাকিস্তানের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবরের ক্যারিয়ার সবে পূরণ করেছে ৫ বছর। দুজনের মাঝে বয়সের ফারাকও প্রায় ৬ বছর।

এর বাইরে ক্রিকেটীয় পরিসংখ্যানেও স্বাভাবিকভাবেই অনেক এগিয়ে কোহলি। তিন ফরম্যাট মিলে ৪১৬ ম্যাচ খেলা কোহলির সর্বমোট রান যেখানে প্রায় ২২ হাজার, সেখানে বাবর ১৩৮ ম্যাচ খেলে বাবর করেছেন ৭ হাজারের কাছাকাছি রান।

যে কারণে দুজনের মাঝে তুলনার জন্য অন্তত আরও ৫ বছর দেখতে চান ইউনিস। বর্তমান সময়ে তার চোখে কোহলিই এককভাবে সেরা। তবে পাঁচ বছরের মধ্যে বাবরও কোহলির পর্যায়ে চলে যাবে বলে বিশ্বাস ইউনিসের।

দুজন এর তুলনার প্রসঙ্গে তার মন্তব্য, ‘আমি তুলনায় যেতে পছন্দ করি না। কোহলিকে দেখুন, সে এখন খেলাটির সেরা ব্যাটসম্যান। কোন সন্দেহ ছাড়াই কোহলি এখন শীর্ষ ব্যাটসম্যান এবং সব ফরম্যাটেই রান করছে। বাবরও সব ফরম্যাটেই রান করেছে সাম্প্রতিক সময়ে।’

পাঁচ বছর পর দুজনের তুলনা হতে পারে জানিয়ে ইউনিস বলেন, ‘তবে আমি যেভাবে ভাবি, কোহলি এখন যে পর্যায়ে আছে, আগামী পাঁচ বছরের মধ্যে সেখানে পৌঁছে যাবে বাবর। তাই আমার মতে, আমরা এখন যে তুলনাটা করছি, সেটা ৪-৫ বছর পরে করলে মানানসই হবে।’

এসময় বাবরের ওপর বাড়তি প্রত্যাশার চাপ না দেয়ার ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেন ইউনিস। তার ভাষ্য, ‘আমি মনে করি, এখনই তার ওপর অনেক বেশি প্রত্যাশার ভার দিয়ে দেয়া ঠিক হবে না। আমাদের তাকে সময় এবং সুযোগ দিতে হবে, যদি তাকে শচিন টেন্ডুলকার বা জাভেদ মিঁয়াদাদের মতো কিংবদন্তিদের তালিকায় দেখতে চাই।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST