1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কোবি ব্রায়ান্টের মৃত্যু এখনও মানতে পারছেন না স্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

কোবি ব্রায়ান্টের মৃত্যু এখনও মানতে পারছেন না স্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক: নিয়তির লিখন না যায় খন্ডন। সাজানো সংসারটা এভাবে তছনছ হয়ে যাবে, কে ভেবেছিল? গত ২৬ জানুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল কিংবদন্তি যুক্তরাষ্ট্রের কোবি ব্রায়ান্ট ও তার ১৩ বছরের মেয়ে জিয়ানা গিগি মারিয়া। তবে আধা মাস পার হয়ে গেলেও ব্রায়ান্টের স্ত্রী ভেনেসা বিশ্বাসই করতে পারছেন না তারা চলে গেছেন ওপারে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হৃদয়বিদারক এক স্ট্যাটাস দিয়েছেন ব্রায়ান্টের স্ত্রী। সেখানে তিনি জানান, মনের মধ্যে যা চলছে, সেই অনুভূতি লেখার ইচ্ছে ছিল না। কিন্তু প্রিয়জন হারানো স্বজনদের সাহস জোগাতে লিখতে বসেছেন।

মেয়ে জিয়ানার সঙ্গে ব্রায়ান্টের বাস্কেটবল নিয়ে কাটানো মুহূর্তের এক ভিডিও প্রকাশ করে ভেনেসা লিখেছেন, ‘কোবি আর গিগি চলে গেছে, আমার মন সেটা মেনে নিতে চাইছে না। একইসঙ্গে দুটো কাজ আমি করতে পারছি না। এটা এমন যে, কোবি চলে গেছে সেটা মানিয়ে নেয়ার চেষ্টা করছি। কিন্তু আমার শরীর মানতে চাইছে না, আমার গিগি আর কখ্নও ফিরে আসবে না।’

‘এটা বিপর্যস্ত এক অনুভূতি। আমি কিভাবে আরেকটি দিন ঘুম থেকে জাগব, যেখানে আমার ছোট্ট মেয়েটা সেই সুযোগ পাবে না? আমি পাগল হয়ে যাচ্ছি। তার তো আরও অনেক দিন বাঁচার কথা ছিল।’

তবে নিজের বাকি তিন কন্যার জন্য হলেও মনটা শক্ত রাখতে চান ভেনেসা। তিনি লিখেছেন, ‘পরে আমি অনুধাবন করেছি, আমাকে মন শক্ত করতে হবে। থাকতে হবে ৩ মেয়ের সঙ্গে। কোবি আর গিগির সঙ্গে নেই ভাবতে পাগলের মতো লাগে নিজেকে। তবে আমি কৃতজ্ঞ যে এখানে নাতালিয়া, বিয়াঙ্গা আর কাপরির সঙ্গে থাকতে পারছি।’

https://www.instagram.com/p/B8ZavYwDZ5y/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team