1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না: ফখরুল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না: ফখরুল

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না। বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে কেউ দমন করতে পারেনি। আমরা সবকিছু মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে অবশ্যই এই ফ্যাসিস্ট সরকার, যারা পাথরের মত চেপে বসে আছে তাদের সরিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’

সোমবার (৩০ মে) জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে মির্জা ফখরুল এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করতে চায়, জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়। মূলকথা হলো—গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই দেশের মানুষ সংগ্রামে নেমেছে। ইতোমধ্যে রাজপথে রক্ত ঝরেছে, ইনশাল্লাহ এর মধ্য দিয়েই দেশ গণতন্ত্র ফিরে পাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, যেই গণতন্ত্রকে জিয়াউর রহমান পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সংগ্রাম লড়াই করেছেন, যিনি এখনো এই গণতন্ত্রের জন্য অন্তরীণ হয়ে আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাসিত হয়ে আছেন।’

তিনি বলেন, ‘আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, খুন হয়েছে ঘুম হয়েছে সেই বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে এখন অনুপস্থিত। এখন বর্তমানে অনির্বাচিত অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে নির্যাতন হত্যা গুম খুনের মধ্য দিয়ে ত্রাস সৃষ্টি করতে চাইছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত করে শ্রদ্ধা জানিয়েছি। ৭৫ সালের পরে সিপাহী-জনতার বিপ্লব এর মধ্য দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে একদলীয় শাসন থেকে মুক্ত করে নতুন করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি অত্যন্ত সফল নেতৃত্বে যে বটমলেস বাস্কেট বলা হয়েছিল সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করার কাজটি শুরু করেছিলেন। যে ভিত্তি তিনি তৈরি করেছিলেন সেই জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST