খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ফুল দিয়ে সাজানো ঘর। গা ভর্তি গয়না পরে, সেখানে অপেক্ষা করছেন সুন্দরী বউ। কিছুক্ষণের মধ্যে ফ্লোরে এন্ট্রি নেবেন বর। রোম্যান্টিক সোহাগরাতের দৃশ্য। চলছে ‘ জয় কানাইয়া লাল কি’ শ্যুটিং। এরই মাঝে বেঁকে বসলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। স্পষ্ট করে জানিয়ে দিলেন, ” কোনও রকম অন্তরঙ্গ দৃশ্য বা লিপলক সিনে আমি স্বাচ্ছন্দ নই। তাই এমন কোনও দৃশ্যে অমি অভিনয় করব না”।
নায়িকার এই কথায় বন্দ হয়ে যায় সেদিনের মতো শ্যুটিং। অনেক বোঝানোর পরেও রাজি হননি তিনি। উপরন্তু তিনি বলেন, ” এই সিরিয়ালের কনট্রাক সাইন করার সময়ই আমি এসব কথা বলে রেখেছিলাম। তাছাড়া মূল চিত্রনাট্য ‘ভজগৌরঙ্গ’ তে এমন কোনও দৃশ্য ছিল না। তাহলে রিমেক ভার্সেনে। কী দরকার?” প্রশ্ন তোলেন নায়িকা।
নায়িকার এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি সিরিয়ালের নির্মাতারা। তাই আপাতত রোম্যান্টিক সেই দৃশ্য বাদ দিয়েই চলছে সিরিয়ালের শ্যুটিং। তবে ফ্লোরে নামার আগে নিজের শর্ত গুলি আরও একবার ঝালিয়ে নেন অভিনেত্রী। সিরিয়াল নির্মাতাদের তিনি মনে করিয়ে দেন, শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়! তিনি হট প্যান্ট, অতিরিক্ত ছোট ও স্লিভলেস পোশাক দু’টিও কোনওটিই পরবে না।
তবে এগুলি নায়িকার নতুন সংযোজন নয়! অভিনয় আসার সময় থেকে এগুলি মেইনটেন করছেন শ্বেতা। ‘জড়োয়ার ঝুমকো’ মেগাতেও কখনও খোলামেলা পোশাকে দেখা যায়নি নায়িকাকে।
ব্লুজ-এর কর্ণধার প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে এখন কলকাতাতেই শ্যুটিং হচ্ছে এই হিন্দি ধারাবাহিকটির। মুম্বই থেকে নায়ক এসেছেন কলকাতায়। যদিও কলকাতার ছেলে, তবে বিশাল বশিষ্ঠ নামের পেছনে রয়েছে বলিউডি ট্যাগ। সঙ্গে বাংলার বহু অভিনেতা অভিনেত্রী। রয়েছেন দীপঙ্কর দে এবং রূপাঞ্জনা মৈত্র।
খবর২৪ঘণ্টা.কম/জন