মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর স্বল্পোন্নত দেশে স্ট্যাটার্স থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে কেশরহাট পৌর সভার আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১০ টায় কেশরহাট পৌর কার্যালয় হতে র্যালীটি বের হয়ে পৌর বাজারে গুরুত্ব সড়ক প্রদক্ষিণ শেষে পৌর হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বিত করেন প্যানেল মেয়র রস্তুম আলী প্রাং। বক্তব্য প্রদান করেন কাউন্সিলর সাবেরুল্ ইসলাম, মোবারক হোসেন টাইগার, মোমেনা আক্তার, কফিল উদ্দিন, রোকমত জামান টিুটু হিসাব রক্ষক মোখলেসুর রহমান,মজিবর রহমানসহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ