বিনোদন,ডেস্ক: শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ন্যাসী রাজা।’ দীর্ঘ কয়েক মাস ধরে বিম্ববতী, মেজকুমার মন ভরিয়েছিলেন দর্শকদের। নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল রাজ পরিবারের চিকিত্সককে। সেই টানটান কাহিনি এ বার শেষের পথে।
গল্প অনুযায়ী এখনও বিম্ববতী এবং মেজকুমারের বিরোধিতা করে চলেছেন চিকিত্সক। কিন্তু শেষ পর্যন্ত কি চিকিত্সকের মুখোশ খুলতে পারবেন বিম্ববতী? গ্রামবাসীদের সামনে তাঁর কুকীর্তি ফাঁস হবে কি? সব কিছুই জানা যাবে শেষ অধ্যায়ে। যার প্রোমো সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিম্ববতী ওরফে অভিনেত্রী অদ্রিজা রায়।
এই ধারাবাহিক সমৃদ্ধ হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে। এ ছাড়া সাহেব চট্টোপাধ্যায়, অদ্রিজা রায়কে একেবারে অন্য লুকে দর্শক পেয়েছিলেন। সব মিলিয়ে জনপ্রিয় এই ধারাবাহিকের শেষ হওয়ার খবরে মনখারাপ দর্শকদের একটা বড় অংশের।
https://www.instagram.com/p/BlFkr3aH7RU/?taken-by=adrija_addy
খবর২৪ঘণ্টা.কম/জেএন