ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেদে সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন।
সংবাদ পেয়ে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে কালীগঞ্জ পৌরসভার ধানের শীষ প্রতীকের ময়ের প্রার্থী আলহাজ্ব মাহবুবার রহমান অভিযোগ করেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া সমর্থদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১০ জন পুলিশ, ১৯৮ জন আনসার ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোটার রয়েছে ৪০ হাজার ৫৭৭ জন। নয় ওয়ার্ডে ২১ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেএন