গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সফল মধু চাষী মনিরুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ এসএমই কৃষক হিসেবে পুরষ্কৃত হয়েছেন। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন জেলা কৃষি বিভাগের উপ পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম প্রমুখ। ওই সফল কৃষক মনিরুল ইসলাম রহনপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের বাসিন্দা। সে জেলার ৪৯ জন এসএমই কৃষকের মধ্যে কৃষি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
খবর২৪ঘন্টা/নই