খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের পিটুনিতে অভিযুক্ত ঘাতকও নিহত হয়েছেন। বুধবার সকালে দেবীদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত ৪ জনের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে।
দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, অভিযুক্ত ঘাতকের নাম মোখলেসুর রহমান (৪০)। সে মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছে। ভোরে বাড়িতে ঢুকে ৩ জনকে জবাই করে সে। পরে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়।
খবর ২৪ঘণ্টা/ জেএন