খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বৌয়ারা বাজার সংলগ্ন এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বকুল মিয়া ও আবদুল করিম নামে দুই মাদক ব্যবসায়ী গুলিবিব্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে বিজিবি ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার বৌয়ারা বাজার সংলগ্ন মান্দারী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিব্ধ ওই ২ মাদক ব্যবসায়ীকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুলিবিদ্ধ বকুল মিয়া (৪৩) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার যশরপুর গ্রামের ওয়ালি উল্লার ছেলে এবং আবদুল করিম (৩৭) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রসুলপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা ১০ বিজিবির একটি বিশেষ টহল দল জেলার সদর দক্ষিণ উপজেলাধীন বৌয়ারা বাজার সংলগ্ন মান্দারী কবরস্থান এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি করে। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিব্ধ হয়ে আহত হয়।
১০ বিজিবির সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খান জানান, উভয়ের কাছ থেকে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন