কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটে।
নিহত মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২) বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই তিন স্কুলছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল। বিজয়পুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।
এদিকে এই ঘটনার জেরে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ পৌঁছেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
বিএ/