খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ইটভাটার মেশিনে কাটা পড়ে সামছুল হক (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাখরাবাদ (চাঁপাপুর) এলাকায় মেসার্স কুমিল্লা ব্রিকস্ নামে ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত সামছুল হক নেত্রকোনা জেলার মদন থানার তেওসি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক সামছুল হক তার পরিবারের কয়েকজন সদস্যসহ ওই ইটভাটায় কাজ করত। বৃহস্পতিবার বিকেলে সামছুল হক ওই ভাটায় কাজ করার সময় ইটের মাটি প্রস্তুতকারী মেশিনের ওপর আকস্মিকভাবে পড়ে যান। এতে চলন্ত মেশিনে পেঁচিয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইটভাটার মালিক আবদুল মান্নান জানান, সামছুল হক কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। ইটের মাটি প্রস্তুতকারী মেশিনের কাছে যাওয়ার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল জানান, ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ