খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শোনা যাচ্ছে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে নোকিয়ার নতুন মডেল ৮১১০ ৪জি। নোকিয়া ৮১১০ ৪জি ফোনে থাকতে চলেছে ২.৪৫ ইঞ্চি ডিসপ্লে।
থাকছে 1.1GHz ডুয়াল কোর প্রসেসর। এছাড়াও থাকছে, 512 MB RAM।
২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। এই ফোনে কোনও ফ্রন্ট ক্যামেরা নেই। অর্থাৎ, এই ফোন কিনলে আপনি সেলফি তোলার মজা পাবেন না। ৪ জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে।
নোকিয়া ৮১১০ ৪জি ফোনটির সম্ভাব্য দাম শোনা যাচ্ছে ৬ হাজার ৯৯০ টাকা। ২৩ মে, ২০১৮তে ফোনটি লঞ্চ করতে পারে।
খবর২৪ঘণ্টা.কম/রখ