1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে হত্যা! - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০:২২ অপরাহ্ন

কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে হত্যা!

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

ভারতের হায়দরাবাদে এক পশু চিকিৎসককে মহাসড়কের পাশে গণধর্ষণ আর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে যখন ভারতে তোলপাড় চলছে, তার মধ্যেই একই রকম লোমহর্ষক ঘটনা ঘটল বিহারে।

পুলিশ বলছে, ১৬ বছরের এক অজ্ঞাতপরিচয় কিশোরীর দগ্ধ দেহ তারা উদ্ধার করেছে বক্সার জেলার কুকড়া গ্রামে।

ময়নাতদন্ত করেছেন যে চিকিৎসক, তিনি বিবিসিকে জানিয়েছেন, কিশোরীর শরীরে ধর্ষণের চিহ্ন তিনি খুঁজে পেয়েছেন ।

বলা হচ্ছে, তাকে প্রথমে গুলি করা হয়েছিল। তারপর মৃত্যু নিশ্চিত করতে শরীরে আগুন লাগিয়ে দেয়া হয়। গুলির দুটি খালি কার্তুজও উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।

পুলিশ জানিয়েছে, চাষের ক্ষেতে রাখা খড় দিয়ে ওই কিশোরীর শরীর জ্বালানো হয়।

মঙ্গলবার অগ্নিদগ্ধ দেহটি ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

দেহের ঊর্ধ্বাংশ জ্বলে যাওয়ায় গ্রামবাসীরা কেউই ওই কিশোরীকে শনাক্ত করতে পারেননি।

বক্সারের ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট সতীশ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘ধর্ষণের পরে গুলি করার পরেও সব প্রমাণ লোপাট করার জন্যই ওই কিশোরীকে জ্বালিয়ে দেয়া হয়েছিল বলেই মনে হচ্ছে। কোমরের ওপর থেকে জ্বালিয়ে দেয়া হয়েছে দেহটি।’

‘আমরা কিশোরীর পরিচয় এখনও জানতে পারিনি। তবে আশপাশের সব থানায় খবর দেয়া হয়েছে যাতে কোনো কিশোরী নিখোঁজ হয়েছে কী না তা জানা যায়।’

এই ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন এক সপ্তাহ আগের হায়দরাবাদের পশু চিকিৎসক এক নারীকে মহাসড়কের টোল প্লাজার ধারে নিয়ে গিয়ে অন্তত চারজন ধর্ষণ করে তারপরে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়।

ওই ঘটনা নিয়ে সারা ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।

সূত্র : বিবিসি

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST