খবর২৪ঘণ্টা ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাজকুন্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. খাইরুল ইসলাম (২৭) এবং একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে মো. ছমিন মিয়া (৩০)।
করিমগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, মোটরসাইকেল করে করিমগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন খায়রুল ও ছমিন। পথে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের মালিবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন খায়রুল ও ছমিন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্ব চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন