খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আগামী মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, ‘খুব সম্ভবত’ বৈঠকটি হবে না।
ট্রাম্প বলেন, সব শর্ত মেনেই উত্তর কোরিয়াকে বৈঠকে বসতে হবে। আর তারা তা মানতে রাজি না হলে ওই বৈঠক ‘পরে’ হবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে হোয়াইট হাউজের স্বাগত জানানোর পর ট্রাম্প এ কথা বলেন।
এর আগে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পিয়ংইয়ংকে পরমাণু নিরস্ত্রীকরণে চাপ প্রয়োগ করলে ওই বৈঠক বাতিলের হুঁশিয়ারী দিয়েছিল উত্তর কোরিয়া।
তবে ওই বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ঠিক কী ধরনের শর্ত বেঁধে দিয়েছে তা উল্লেখ করেননি ট্রাম্প। তবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের ব্যাপারে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের অবশ্যই ‘পরমাণু নিরস্ত্রীকরণ করতে হবে’।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা দেখবো কী ঘটে। আমাদের কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে এবং আমরা আশা করছি ওই শর্তগুলো পূরণ হবে। আর এমনটা না ঘটলে ওই বৈঠক অনুষ্ঠিত হবে না।
তিনি বলেন, বিষয়টা এমন না যে আপনি শতভাগ নিশ্চিত হয়েই একটি চুক্তির ব্যাপারে অগ্রসর হন। বরং এমন ঘটে আপনি এমন চুক্তির দিকে অগ্রসর হন যা হওয়ার কোনো সুযোগ নেই। তবে কখনও কখনও খুব সহজভাবে চুক্তি করা সম্ভব হয়।
চলতি মাসের শুরুর দিকে দ্বিতীয় দফায় চীন সফরের পর কিম জং উনের মনোভাবেও পরিবর্তন এসেছে বলে ট্রাম্প উল্লেখ করেন।
উল্লেখ্য, আগামী মাসের ১২ তারিখ সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গেলো এপ্রিলে দুই কোরিয়ার নেতাদের মধ্যে ঐতিহাসিক বৈঠকের পর ট্রাম্প-কিমের ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ