দল পরিবর্তনের গুঞ্জন যখন চরমে ঠিক তখনই লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি সামনে চলে এলো। স্প্যানিশ গণমাধ্যম এল মুন্ডোর প্রতিবেদনে বলা হয়, চার বছরে আর্জেন্টাইন মহাতারকার পেছনে বার্সা ব্যয় করেছে ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। এমন অস্বাভাবিক পারিশ্রমিকের তথ্য ফাঁস হওয়ার পর শুরু হয়েছে নানা রকম উত্তেজনা। এমন পরিস্থিতিতে রোববার রাতে মাঠে নেমেছিল কাতালানরা। লা লিগার ম্যাচে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে তারা। ম্যাচ শেষে কোচ রোনাল্দ কোম্যান বিষয়গুলোকে চক্রান্ত হিসেবে দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে চলে আসে ২০১৭ সালে চার বছরের জন্য করা সেই চুক্তির প্রসঙ্গ। যা চলতি বছরের জুনে শেষ হবে। ডাচ কোচ বলেন, ‘মেসির চুক্তি যারা ফাঁস করেছেন বার্সায় তাদের জায়গা নেই। গণমাধ্যমে যা এসেছে তা বিদ্বেষপূর্ণ।
আমাদের জানতে হবে এই চুক্তি গণমাধ্যমে কিভাবে এলো। আপাতত চলতি মৌসুম নিয়ে ভাবছি। অবশেষে দল ছন্দে পেয়েছে। বেশ কয়েকটি জয় পেয়েছি আমরা। যা হয়েছে সেগুলোতে মনোযোগ দিতে চাই না। তবে কিছু লোক আছে যারা বার্সা আর মেসিকে আঘাত করতে চায়।’
চুক্তির তথ্য ফাঁসের পর মেসির উপর প্রভাব পড়েছে বলে দাবি করেনে রোনাল্দ কোম্যান। ‘দিনের পর দিন মেসি নিজেকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছেন। বার্সাকে সেরা দল হিসেবে পরিণত করেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শিরোপা জয়ে। অবশ্যই আজকের সংবাদ তার উপর প্রভাব ফেলেছে। তাকে আপনার সম্মান করতেই হবে। কারণ দলের প্রতি তার অবদান অনেক বেশি।’
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে ফ্রি কিকে গোল করেন বার্সা। অধিনায়ক। যা নিজ ক্যারিয়ারের ৬৫০তম ফ্রি কিক গোল। ‘মেসি একজন চ্যাম্পিয়ন, তিনি সবসময় নিজেকে প্রমাণ করতে চান। এখন ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ।’ যোগ করেন কোম্যান।
জেএন