বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খান মারা গেছেন।
শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টা ৩২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে সংগীত পরিচালক আরমান খান খবরটি নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে আরমান লিখেছেন, ‘আব্বা চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ সেই পোস্টে সময় উল্লেখ করেছেন তিনি।
অন্যদিকে সংগীত পরিচালক শওকত আলী ইমন জানান, ‘আমাদের কিংবদন্তি সংগীত পরিচালক শ্রদ্ধেয় আলম খান। তিনি আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিদেহী আত্মাকে বেহেশত নসিব করুন- আমিন।’
প্রসঙ্গত, ‘জীবনের গল্প বাকি আছে অল্প’, ‘ওরে নীল দরিয়া’ ও ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলাতে চাই’ এমন অনেক কালজয়ী গানের সুরকার আলম খান।
বিএ /