খবর২৪ঘণ্টা, ডেস্ক: ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান জম্মু কাশ্মিরে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া সহ ভারতীয় গণমাধ্যম। বুধবার সকালে জম্মু কাশ্মিরের বুদগাম জেলায় এ ঘটনা ঘটে।
গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরী স্বাধীনতাকামীদের হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর গত সোমবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান থেকে বোমা নিক্ষেপ করে ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তানের পক্ষ থেকেও হুমকি দেয়া হচ্ছে পাল্টা জবাব দেয়ার।
খবর ২৪ঘণ্টা/ জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।