নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন, সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি থাকবেন আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই মাঠ প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীরাও উজ্জিবিত রয়েছে। তবে আগামী তিন বছরের জন্য জেলা আ’লীগের নের্তৃত্বে কারা আসছেন তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ পদ কে পাচ্ছেন এটা নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। বর্তমান জেলা সভাপতি রয়েছেন ওমর ফারুক
চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক রয়েছেন আসাদুজ্জামান আসাদ। আগামীর জন্য এই দুই নেতাই থাকবেন কি নতুন মুখ আসছে তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে নেতাকর্মীরা দোড়ঝাঁপ শুরু করেছেন। নের্তৃত্ব পেতে তিনজন নারী নেত্রীও জোর প্রচেষ্টা চালাচ্ছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন নেতার নাম শোনা গেলেও রোববার পর্যন্ত তা জানার জন্য অপেক্ষা করতে হবে নেতাকর্মীদের।
আর/এস