খেলা ডেস্ক: বাংলাদেশ ফুটবল দলও অবিশ্বাস্য কিছু করতে পারে! পেতে পারে প্রত্যাশার সীমানা ছাড়ানো জয়। ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ রোববার প্রমাণিত হলো সেটাই। শক্তিশালী কাতারের বিপক্ষে ড্র করতে পারাটাও হতো বড় এক প্রাপ্তি। সেই প্রাপ্তি ছাপিয়ে বাংলাদেশ গড়ে ফেলল জয়ের অবিশ্বাস্য কীর্তিই। শক্তিশালী কাতারকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথম বারের মতো পা রাখল এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে। স্কোরলাইন দেখার পরও ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছে!
বিশ্বাসকেও হার মানানো এই জয়ের নায়ক অধিনায়ক জামাল ভুইয়া। ম্যাচের যোগ করা সময়ে একমাত্র গোলটা করে দেশকে এনে দিয়েছেন স্বপ্ন ছাড়ানো এক জয়। মাসুক মিয়া জনির পাস থেকে গোলটা তিনি করেছেন ৯৩তম মিনিটে।
/জেএন