1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে একটি বিমান দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির

প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত বিমানটি বুধবার (৮ জানুয়ারি) জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে নিখোঁজ হয়।পরে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। আকারে ছোট বিমানটিতে দুজন ক্রু এবং ৮ জন যাত্রী ছিলেন।

অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা বলেন, দুঃখজনকভাবে কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী কাজ করছে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। যার মধ্যে মৃতদেহ উদ্ধার এবং বিচার বিভাগীয় পুলিশের সঙ্গে সমন্বয়ও অন্তর্ভুক্ত।

তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। কারণ এটি হেলিকপ্টারের সাহায্য ছাড়াই স্থলভাবে পরিচালিত করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি এই প্রক্রিয়াটি যত দ্রুত এবং কার্যকরভাবে সম্ভব সম্পন্ন করতে।

ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্যাসিফিকা ট্রাভেল বিবৃতি দিয়ে বলেছে, আমরা সবসময় তাদের পাশে থাকব, সাহায্য করব এবং এই মর্মান্তিক ঘটনায় উদ্ভূত প্রতিটি প্রয়োজন পূরণ করব।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষও ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। এ ঘটনায় দুর্ঘটনার কারণ নির্ধারণে বেসামরিক বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কাজ শুরু করেছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST