খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন মারা গেছেন।
বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আয়েশা আকতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আয়েশা আকতার জানান, আজ ভোর ৬টা ৪৫ মিনিটি ডা. মঈনুদ্দিন মারা গেছেন।
গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয় তাকে।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করলেন মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈনুদ্দিন।
খবর২৪ঘন্টা/নই