1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনায় নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে রামেক ইন্টার্ন চিকিৎসকরা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

করোনায় নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে রামেক ইন্টার্ন চিকিৎসকরা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ মারচ, ২০২০

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে দায়িত্ব পালনকালে নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।বৃহস্পতিবার সকাল আটটা থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করে। ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর সেক্রেটারি ডা. ইকবাল হাসান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। ইন্টার্নি চিকিৎসক পরিষদের সেক্রেটারি ডাক্তার মোঃ ইকবাল হোসেন কর্মবিরতি সম্পর্কে

জানান, গোটা বিশ্ব করোনা ভাইরাস ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তার ধারাবাহিকতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে সমস্ত রোগীরা জ্বর, সর্দি ,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আসে তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত আছে কিনা তার প্রাথমিক ভাবে স্ক্যানিং করার কোন ব্যবস্থা নেই। তাছাড়া ইন্টার্নি ডাক্তারদের নিজেকে সেফটি রেখে চিকিৎসা সেবা প্রদান করার মতো যথেষ্ট পরিমাণ protective equipment না থাকায়

কর্মবিরতি পালন করছেন। এ সমস্যা থেকে উওরনে হাসপাতাল কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে যাতে করে অতি দ্রুত সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন তার ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বলেন, বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে জানানো হবে কয়েক দফায় ফোন দিলে তিনি একই কথা বলেন।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST