1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনার জন্য ‌বদলি খেলোয়াড়ে নতুন নিয়ম আনছে ফিফা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

করোনার জন্য ‌বদলি খেলোয়াড়ে নতুন নিয়ম আনছে ফিফা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের সর্বগ্রাসী প্রভাব ছাড়ছে না খেলার জগতকেও। এই ভাইরাস বিদায় হলে পৃথিবী যেমন নতুন এক রূপ দেখবে, তেমনি খেলার জগতেও বেশ কিছু পরিবর্তন আসবে।

বাধ্য হয়েই এই পরিবর্তনগুলো করতে হবে। ক্রিকেটে যেমন ভাবা হচ্ছে, বলে লালা লাগানো নিষিদ্ধ করার কথা। তেমনি ফুটবলের নিয়ম কানুনেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি প্রস্তাব দিয়েছে দলগুলোকে। সে প্রস্তাব হলো, করোনার পর ফুটবল দলগুলো ৯০ মিনিটের খেলায় পাঁচজন বদলি খেলোয়াড় ব্যবহার করতে পারবে। আগে যেটা ছিল তিনজন।

শুধু তাই নয়, নকআউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন বাড়তি সাবস্টিটিউট (বদলি) খেলোয়াড় যোগ করতে পারবে দলগুলো।

ফিফার এই প্রস্তাবনা অবশ্য কার্যকর হয়নি। আপাতত অস্থায়ী পরিকল্পনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর এ সব কিছুই খেলোয়াড়দের ওয়ার্কলোড (কাজের চাপ) কমাতে।

করোনার প্রভাবে অনেক ম্যাচ স্থগিত বা বাতিল হয়েছে। বড় অংকের লোকসান গুণতে হচ্ছে ক্লাব ফেডারেশনগুলোকে। করোনার বিস্তার কমে গেলে যখন মাঠে আবারও খেলা গড়াবে, তখন সে ক্ষতি পুষিয়ে উঠতে ঘন ঘন ম্যাচ আয়োজন করতে হবে। আর তাতে খেলোয়াড়দের চোটে পড়ার ঝুঁকিও বাড়বে। এজন্যই ফিফার নতুন প্রস্তাব।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘একটা উদ্বেগের বিষয় হলো, স্বাভাবিকের চেয়ে বেশি ম্যাচ হলে অতিরিক্ত চাপের কারণে খেলোয়াড়দের চোটে পড়ার প্রবণতা বাড়বে। ফিফার কাছে স্বাস্থ্য সবার আগে। কোনো ম্যাচ বা প্রতিযোগিতাই মানুষের জীবনের ঝুঁকি নিয়ে আয়োজনের মানে হয় না।’

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST