বগুড়া প্রতিনিধি: নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে বগুড়া জেলা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বিকেলে ৪টা থেকে এই লকডাউন কার্যকর হবে। বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সকালে এক জরুরি বৈঠকে জেলা সিভিল সার্জন ও সংশ্লিষ্ট অন্যান্যদের পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল চারটা থেকে লকডাউন কার্যকর হবে।
জেলা সিভিল সার্জন গওসুল আজিম বলেন, অন্য জেলার মতো লকডাউনের সব শর্তই মানা হবে। আজ থেকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কেউ সড়ক বা নদী পথে এই জেলায় প্রবেশ করতে পারবে না, বেরও হতে পারবে না। আন্তঃজেলা যোগাযোগের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে। জরুরি সেবা, খাদ্য সরবরাহ ও চিকিৎসা সেবা ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মানুষের চলাচলও সীমিত করা হবে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।