বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা নেগেটিভ হয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আক্রান্ত হওয়ার ২৭ দিন পর তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন। তবে আপাতত সিসিইউতেই রাখতে হচ্ছে তাকে।
আজ রোববার (৯ মে) অনলাইনে এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট তিনবার খালেদা জিয়ার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এবারের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে যে চিকিৎসা দিয়েছিল সেটি এখনও অব্যাহত আছে।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন।
জেএন