1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
করোনা ভাইরাস রোধে সচেতনতায় রাজশাহীতে নবদিগন্ত সংস্থার লিফলেট বিতরণ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

করোনা ভাইরাস রোধে সচেতনতায় রাজশাহীতে নবদিগন্ত সংস্থার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মারচ, ২০২০

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতায় রাজশাহী মহানগরী ও পবা উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী ও শিশুদের আইনি সহায়তা নিয়ে কাজ করা সংগঠন নবদিগন্ত মহিলা সংস্থার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সচেতনতামূলক এ লীফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণ করেন নব-দিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা রাজশাহীর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানার নেতৃত্বে সংস্থার একটি টিম।

পবা উপজেলার যেসব এলাকায় লিফলেট বিতরণ করা হয় সেগুলো হলো, খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, পারিলা ইউনিয়ন, প্রত্যাশায় আইডিয়াল একাডেমী, কবি কাজী নজরুল ইসলাম কলেজ, এপেক্স ইন্টারন্যাশনাল স্কুল, তরি একীভূত বিদ্যালয়, খড়খড়ি উচ্চ বিদ্যালয়, খড়খড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভদ্রা বাস টার্মিনাল ও জামালপুর বস্তি এলাকা, রাজশাহী মহানগরীর ৯, ২৩, ৫, ২৬ নং ওয়ার্ডে এবংং পরে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এরপর কলেজের অধ্যক্ষ গোলাম মাওলাসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। সচেতনতা বাড়াতে পারলে এ ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে।

সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সকল শ্রেণীর মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেয়ার অনুরোধ জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সিনিয়র রিপোর্টার ও খবর ২৪ ঘন্টার প্রধান প্রতিবেদক এবং জাতীয় আলোকিত সময় এর রাজশাহী ব্যুরো প্রধান ওমর ফারুক, সংস্থার ফিল ফিল্ড সুপারভাইজার মিরাজুল ইসলাম বাপ্পী ও সংস্থার সমন্বয়কারী জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST