নওগাঁ প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবে নওগাঁর এক যুবককে পজেটিভ দেখানো হয়েছে। তবে তার নাম ও বয়স নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে।
নওগাঁর সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে পাঠানো করোনা পজেটিভ রিপোর্টে যে নাম ও বয়স দেখানো হয়েছে তা নওগাঁ থেকে পাঠানো কোনো নমুনার সাথে মিল নেই। তারপরও নাম ও বয়সের সাথে কিছুটা মিল রয়েছে এমন এক সন্দেহভাজন যুবকের নমুনা পুনরায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুবকের বাড়ি আত্রাই উপজেলার বলরাম চক গ্রামে।
আজ সোমবার (২০ এপ্রিল) পুনরায় নমুনা সংগ্রহ করে পাঠাবে স্বাস্থ্য বিভাগ। এর আগে ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল।
ঢাকার দোহার ফেরত ওই যুবক ৯ এপ্রিল বাড়ি আসেন। এরইমধ্যে হোম কোয়ারেন্টাইনে ১০ দিন পার করেছেন তিনি। তার শরীরে কোনো অসুস্থতার লক্ষণ নেই। ঢাকা ফেরত হওয়ার কারণেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।