নিজস্ব প্রতিবেদক: করোনা পজিটিভ জেনেই ঢাকা থেকে রাজশাহী এসেছেন এক যুবক। তার আনুমানিক বয়স ৩৫ বছর। ওই যুবকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর ধরমপুর গ্রামে। বর্তমানে তিনি করোনা রোগীদের জন্য নির্ধারিত রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে রয়েছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আবার পরীক্ষা করা হবে।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার পর জানিয়েছেন তার করোনা পজিটিভ। তাই তাকে রামেক হাসপাতাল থেকে মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রামেকের ল্যাবে আবারও তার নমুনা পরীক্ষা করা হবে।
জানা গেছে, ঢাকায় তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করিয়ে জানতে পারেন করোনা পজিটিভ। এরপর একটি এম্বুলেন্সে নিজ বাড়ি গোদাগড়ী উপজেলার পালপুর ধরমপুর গ্রামে আসেন । শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার বিকালে মিশন হাসপাতালে রাখা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এমকে