খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ইউনিট চালু হওয়ার পর থেকে গত তিন দিনে করোনা উপসর্গসহ বিভিন্ন রোগ নিয়ে আসা চিকিৎসাধীন ১৯ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে দুজনের করোনা পজিটিভ ছিল। গত শনিবার থেকে এখন পর্যন্ত এই ১৯ জন মারা যান।
আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমকেএম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘গত শনিবার থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে দুজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।’
ঢামেক করোনা ইউনিটের একজন ওয়ার্ড মাস্টার জানিয়েছেন, ওই ইউনিটে করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মোট ৯০ জন রোগী ভর্তি আছে। আর চিকিৎসা নিয়ে ওই ইউনিট ছেড়ে চলে গেছেন নয়জন।
খবর২৪ঘন্টা/নই