1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কমেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

কমেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

খবর২৪ঘন্টা ডেস্ক: বাংলাদেশে মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুই হাজার ১৫৬ জন। জুনে সর্বোচ্চ ৮৪৩ জনের মৃত্যু হলেও আগস্ট মাসে তুলনামূলক কম মৃত্যৃ হয়েছে।

নিয়মিত গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) এর তৈরি করা সাপ্তাহিক তথ্যচিত্রে বিষয়টি জানা গেছে।

সংস্থাটির সর্বশেষ গ্রাফ থেকে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে দুই হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রামে ৭২৪ জন যা ১৫ আগস্ট পর্যন্ত ছিল ৭০৪ জন। এরপরে অবস্থান ঢাকার ৩৯২। যা আগের হিসেবে ছিল ৩৯২ জন। ৩২৭ জন ও ২৪২ জন নিয়ে খুলনা ও বরিশাল আছে তৃতীয় ও চতুর্থ স্থানে। সবচেয়ে কম মৃত্যু ময়মনসিংহে (৬০ জন)। মাস হিসেবে বিবেচনায় নিলে জুন মাসে বেশি মৃত্যু হয়েছে। ৭-১৩ জুন ২০৬, ১৪-২০ জুন ২০৬ জন ও ২১-২৭ জুন ২২২ জনের মৃত্যু হয়েছে।

জুলাই মাসে ৩৬৯ জনের মত্যু হলেও আগস্ট মাসের ২২ তারিখ পর্যন্ত ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে ৮৬ ঘটনায় ৮৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউনের নিয়মকানুন না মানা, হাসাপাতাল পরিচালনাকারী, নকল মাস্ক, হ্যান্ট সেনিটাইজার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১৩হাজার ৬০ জনকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৬২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team