খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: অস্ট্রেলিয়ার গোলকোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে পদক জিতলেন বাংলাদেশের আব্দুল্লা হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন ২৮ বছর বয়সী এই দেশসেরা শ্যুটার। অস্ট্রেলিয়ার গোলকোস্টে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের ৪ এপ্রিল কমনওয়েলথ গেমসে শুরু হয়। শেষ হবে ১৮ই এপ্রিল।
গোল্ডকোস্ট হচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলীয় শহর। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশসমূহ এ আসরে অংশ নিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ