নিজস্ব প্রতিবেদক :
২য় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্লাটফর্ম কনফারেন্সে যোগ দিতে আগামীকাল শুক্রবার রাজশাহী আসছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। ৬ জুলাই সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্প কলা একাডেমীতে এ কনফারেন্সের উদ্বোধন করবেন মন্ত্রী। মন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন
চৌধুরী। কনফারেন্সে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে মন্ত্রী ৫ জুলাই বিকেল ৪টায় রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত শরমংলা প্রকল্প পরিদর্শনে যাবেন। সংবাদ সম্মেলনে বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।