খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে পাজেরো জীপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অপর এক যুবক। হতাহত তিন জনই মোটরসাইকেল আরোহী। আজ বিকেল তিনটার দিকে ইনানীর পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহতরা হল- রামুর উত্তর মিঠাছড়ির জুবাইরুল ইসলাম চৌধুরী (২৬) ও মহেশখালীর মো: শাকের (২৭)। দুর্ঘটায় আহত মো. আরিফের (২৮) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও সংস্থার কক্সবাজারমুখী একটি পাজেরো জীপ বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলই চালক জুবাইরুল মারা যায়। অপর দুই জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহত শাকেরকে মৃত ঘোষণা করে।
কক্সবাজার সদর হাসপাতালের আরএমও শাহিন আব্দুর রহমান জানান, আহত এক জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ২ জনের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।