খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হ্নীলা দমদমিয়া এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। এসময় ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়সল হাসান খান
জানান, শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দমদমিয়া ওমর খাল এলাকা থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন