খবর২৪ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ মালেক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত মালেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর পশ্চিম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি এলজি, পাঁচটি গুলি, ১০টি গুলির খোলা, ২০ লিটার চোলাই মদ ও ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, পাহাড়ে গোলাগুলির সংবাদ শুনে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
ওসি জানান, এ সময় পুলিশের পক্ষ থেকে ৪০টি গুলি ছোড়া হয়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি গুলি, ২০ লিটার চোলাই মদ, ৫০০ পিচ ইয়াবাসহ আহত অবস্থায় সন্ত্রাসী মালেককে উদ্ধার করা হয়। মালেককে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রদীপ কুমার দাশ বলেন, নিহত মালেক থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় আটটি মামলা আছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন