1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুলাই, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় মো. ইসমাইল নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসমাইলকে শীর্ষ মাদক কারবারি দাবি করে পুলিশ বলছেন, মাদক কারবার নিয়ে কোন্দলে প্রতিপক্ষের গুলিতে তিনি নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৩ টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটেছে। চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে চকরিয়া-লামা সড়কে ফাঁসিয়া খালির কুমারিয়া ব্রিজ এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি মো. সাইফুলের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশিয় এলজি, ২ রাউন্ড গুলি ও ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি ধারনা করছেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্ত বিস্তারের জের ধরে এই গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওসি জানান, নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার চিরিংগা ৮ নাম্বার ওয়ার্ডের মৃত আবদুস সালামের পুত্র। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team