খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় রাস্তা পারাপারের সময় ডাম্পার (মিনি ট্রাক) গাড়ির চাপায় এক উপজাতি নারী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিংগা পৌরশহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বড়পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেলেও তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের চিরিংগা স্টেশনে রাস্তার পার হচ্ছিল ওই নারী। এসময় দ্রুত গতির একটি ডাম্পার গাড়ি ওই উপজাতি নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যেই তিনি মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পৌরশহরে ডাম্পারের চাপায় এক নারী গুরুতর আহত হয়েছে বলে শুনেছি। তবে তিনি মারা গিয়েছে কিনা খবর পাইনি। ডাম্পার গাড়ির চালককে আটকের চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ