খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় গলায় কলা আটকে নিহামণি নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় পেকুয়ার টৈটং ইউনিয়নের আলিগ্যাপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নানার ফাতেহা (চেহলাম) অনুষ্ঠানে অংশ নিয়ে লোকজন ফাতেহার খাবার খাচ্ছিল। ওইসময় আত্মীয়ের কাছ থেকে একটি কলা পেয়ে খাওয়া শুরু করে নিহামণি। ওই কলা হঠাৎ গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নিহামণি। এদৃশ্য দেখে মা-বাবাসহ আত্মীয়রা অচেতন শিশু নিহা মণিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশু নিহামণি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পুঁইছড়ি ইউনিয়নের নুরারবাপের বাড়ির ফজল করিম ও কাউছার বেগমের শিশু মেয়ে।
টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার ছিল আবুল আহমদ সওদাগরের চেহলাম (ফাতেহা)। চেহলাম উপলক্ষে ফজল করিম ও কাউছার বেগম শিশু কন্যা নিহামণিকে নিয়ে চেহলামে আসেন। এদিন সকাল ১১টার দিকে নিহামণিকে খাওয়ার জন্য কলা দেয়া হয়। এসময় কলাটি তার গলায় আটকে যায়। অনেক চেষ্টার পরও বের করতে না পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহামণির মৃত্যুতে চেহেলাম অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।