খবর ২৪ ঘণ্টা.কম, ডেস্ক: শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞাই হচ্ছেন প্রধান বিচারপতি। অনেক বিবেচনার পর এ সিদ্ধান্তে সরকার পৌঁছেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করার পর তাঁকে ভারপ্রাপ্ত বিচারপতির দায়িত্ব দেয়া হয়। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর হাইকোর্টে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ওয়াহহাব মিঞা। এখন আপিল বিভাগের দায়িত্বে আছেন তিনি। ২০১৮ সালের ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন ওয়াহহাব মিঞা।
সরকারের সঙ্গে তাঁর চিন্তাধারার পার্থক্য থাকায় তাঁকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করেছিলেন অনেকে। এক্ষেত্রে আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনই ছিলেন প্রথম পছন্দ। কিন্তু নিয়ম অনুযায়ী, বয়োজ্যেষ্ঠ বিচারপতিই হবেন প্রধান বিচারপতি। তাই এখন প্রধান বিচারপতি পদের প্রধান দাবিদার আবদুল ওয়াহহাব মিঞা। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতির দায়িত্ব দিলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতা লঙ্ঘন হতো। তাই সরকার ওয়াহহাব মিঞাকেই প্রধান বিচারপতির দায়িত্ব দিচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি আবদুল হামিদ এ বিষয়ে নিশ্চিত করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ওয়াহহাব মিঞার মেয়াদকাল শেষ হলে সৈয়দ মাহমুদ হোসেনই হবেন প্রধান বিচারপতি। তিনি দায়িত্ব পালন করবেন ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত।
খবর ২৪ ঘণ্টা.কম/জন