খবর২৪ঘণ্টা ডেস্ক: ওয়াশিংটনে ইনফরমেশন টেকনোলজি প্রোফেশনাল ফোরাম ইউএস (আইটিপিএফইউএস)এর আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ২৮ জুলাই ভার্জিনিয়ার ফোহিকবে পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। সকাল ১০ হতে পিকনিক স্থলে ওয়াশিংটন ডিসির বিভিন্ন এলাকা হতে লোক আসতে থাকে।দুপুর ১২ টা নাগাদ পিকনিক এলাকা কানায় কানায় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। বনভোজনে আয়োজনের মধ্যে ছিলো সংগঠনের দুই বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, মিউজিক্যাল ফিলো খেলা, শিশুদের বিভিন্ন ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। পিকনিকটি ছিল সবার জন্য উম্মুক্ত। যার কারণে আইটি, ডাক্তার, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ সেখানে অংশ নেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ড.বদরুল হুদা খান। তিনি বলেন, আইটিপিএফইউএস দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। শুধু দুই বছর নয়, এই সংগঠনটি দীর্ঘকাল ধরে বেঁচে থাক আমি সেই কমনায় করছি। সর্বোপরি সংগঠনটি বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যশা করি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী এজিএম হোসেন। তিনি বলেন, আইটি সেক্টর একটি গুরুত্বপূর্ণ সেক্টর। আপনাদের এই সংগঠনের কাজ এগিয়ে গেলে কমিউনিটির মানুষ আরও বেশি উপকৃত হবে।
তিনি বলেন, আইটিপিএফইউএসের উদ্যোগকে স্বাগত জানাই। কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা আপনাদের সহযোগীতা করবে। এগিয়ে যাবে সংগঠনের পথ চলা।
পিকনিকে উপস্থিতদের মধ্য থেকে বক্তব্য দেন বাগডিসির ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী রুকসানা পারভিন, ড.গোলাম ফরিদ আখতার, লোন অফিসার শরিফ আহমেদ, ড.হালিদা, ড.সিমা খান, ইঞ্জিনিয়ার খোরসেদ আলম প্রমুখ।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা, মোশারফ হোসেন, প্রিয় বাংলার প্রিয় লাল করমকার, ফ্রেন্ডস এণ্ড ফ্যেমিলির আখতার হোসেন, ব্যবসায়ী নেসার আহমেদ, বাগডিসির কচি খান, সানিসহ অনেকে।
র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার দেন মরটগেজ লোন অফিসার শরিফ আহমেদ (৫৫ ইঞ্চি স্মার্ট টিভি), দ্বিতীয় পুরস্কার মাইক্রো
ওয়েভ, তৃতীয় পুরস্কার জুস মেকার। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষাবিদ ও ইলারনিং এর জনক ড. বদরুল হুদা খান এবং লোন অফিসার শরিফ আহমেদ।
পিকনিকের শুরু থেকে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হয়। স্থানীয় জনপ্রিয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন অসিম রানা,ড.সিমা খান, তুসার রহমান, মাহিন সুজন।সাউণ্ড সিস্টেম ও পুরো সাংস্কৃতিক অনুষ্ঠাস্থানের দায়িত্বে ছিলেন উজ্জ্বল হোসেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন তানভির চৌধুরি ও সাংবাদিক জাহিদ রহমান ।
পিকনিক পরিচালায় ছিলেন মোস্তাক হসেন, মোঃজাহিদুর রহমা,মোঃআবু,মোঃহাকিম,মোঃসাইফুল,মোঃ জামান।
পিকনিক সফল করতে সহযোগিতায় ছিলেন পিপল এন টেক,লোন অফিসার শরিফ আহমেদ, ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা, রিয়েলেটর মজিবুল হক, মোঃসারিকুল ইসলাম, রিয়েলেটর সঞ্জু সাহা, লোন অফিসার তৌফিক মতিন।
প্রচণ্ড গরম সত্ত্বেও সবাই উপস্থিত থেকে পিকনিক সফল বরার জন্য সবাইকে ধন্যবাদ জানান পরিচালক বৃন্দ।
এই উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে নিউজবিডিইউএস।
উল্লেখ্য আইটিপিএফ ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে বর্তমান পর্যন্ত সফলভাবে কাজ করে আসছে।
খবর২৪ঘণ্টা, জেএন