ওমানে এক দিনের কোয়ারেন্টিন শেষে টাইগারদের। অনুশীলনে নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
মঙ্গলবার (৫ অক্টোবর) মাস্কটের ওমান ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুশীলন শুরু করে মাহমুদউল্লাহ রিয়াদ নেতৃত্বাধীন দলটি।
৮ তারিখ ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৫ তারিখে ফের ওমানে আসবে সাকিব-মুশফিকরা।
এরপর ১৭ অক্টোবর থেকে শুরু হবে লাল সবুজের প্রতিনিধিদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই।
বিএ/