খবর২৪ঘন্টা ডেস্কঃ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে জনসভার অনুমতি চাইতে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল।
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। বিষয়টি পরিবর্তন ডটকমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এ ছাড়া মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী। প্রসঙ্গত, ৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আগ্রহ প্রকাশ করে কয়েকদিন আগেই ডিএমপিতে আবেদন করে জাতীয় ঐক্যফ্রন্ট।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করেছে জোটটি। এটি হবে তৃতীয় সমাবেশ। এরপর রাজশাহীতেও তাদের সমাবেশ করার কথা রয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।